জেসিআই ঢাকা পাইওনিয়ারের বোর্ড মেম্বারদের নিয়ে ১ ডিসেম্বর ২০২৩ মাওয়া ফেরিঘাটে একটি মিটআপ অনুষ্ঠিত হয়। এই মিটআপে ২০২৪ সালের জন্য কর্ম পরিকল্পনা চূড়ান্ত করা হয়।
কর্ম পরিকল্পনায় সারাদেশের শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সেবা, পরিবেশ সংরক্ষণ, মানবসেবা, সদস্যদের স্বাস্থ্য সুবিধা এবং জেসিআই জাতীয় কমিটি সহ অন্যান্য চ্যাপ্টারের সঙ্গে যৌথ প্রোগ্রামে অংশগ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।
এলপি ২০২৪ কে এম ফিলকুল আহমেদ বলেন, “এই কর্ম পরিকল্পনা বাস্তবায়ন হলে সমাজের অনেক মানুষের কল্যাণ হবে। আমরা সময়ের চাহিদা ও সামাজিক প্রয়োজনে এই পরিকল্পনা পরিবর্তন ও পরিমার্জন করব।”
২০২৩ এর এলপি আল শাহরিয়ার যোগ করে বলেন ভিন্ন ধর্মী কাজ করার মাধ্যমে জেসিআই ঢাকা পাইওনিয়ার সবার চেয়ে এগিয়ে যাবে।
কর্ম পরিকল্পনা চূড়ান্ত করার পর চ্যাপ্টারের বোর্ড মেম্বার তৌহিদুল ইসলাম শাওনকে চ্যাপ্টারে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ধন্যবাদ দিয়ে সেই সাথে মধ্যরাতে ইলিশ ভোজ এবং আড্ডার মধ্য দিয়ে এই প্রোগ্রাম শেষ হয়।